সিলেটপোস্ট রিপোর্ট :বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সরকারের যুগান্তকারী নানা পদক্ষেপের ফলে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে দেশ সাফল্য অর্জন করেছে। এই দুই খাতে যে ব্যাপক সংকট ছিল তা কেটে গেছে। বিভিন্ন পদক্ষেপের ফলে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।প্রতিমন্ত্রী আজ রবিবার সকালে সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় শেভরন পরিচালিত জালালাবাদ গাস ফিল্ডস্ এর নতুন কূপ থেকে গ্যাস উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আল-আমিন ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লায়ন।এই গ্যাস কূপ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে।