সিলেটপোস্ট রিপোর্ট :আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।রবিাবর সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওয়ানা দেন। প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর থেকে ফ্রান্সে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। এতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এই প্রতিনিধি দলের সাথে রয়েছেন ইয়াহইয়া চৌধুরী এমপি।