সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে দিনব্যাপি ‘এপিকন ২০১৫’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- এই সেমিনার পুরো বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরো বলেন শুধু ডিগ্রি প্রদান নয়, শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে প্রকৃত শিক্ষা প্রদানে এই বিভাগের অবদান অনন্য। তিনি এই বিভাগ ও সদ্য পাশ করা শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও এ ধরনের সেমিনার আয়োজনে সংশ্লিষ্টদের আহবান জানান।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহন মিয়া এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। এছাড়াও সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক, বি এল আর আই এবং আইসিডিডিআরবি থেকে আগত গবেষকবৃন্দ সেমিনারে অংশ নেন। এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সুমন পালের সভাপতিত্বতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সায়েম উদ্দিন আহমেদ। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে ভেটেরিনারি এপিডেমিওলজির ইতিহাস তুলে ধরেন। বিভাগের সদ্য স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার প্রস্তুতি হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।সেমিনারে পাবলিক হেলথ এবং ফুড সেফটি বিষয়ক এপিডেমিওলজিকাল অনুসন্ধানে নিজ নিজ গবেষণা প্রকল্প উপস্থাপন করেন বিভাগের তেরজন সদ্য স্নাতকোত্তর শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে আয়োজিত উন্মুক্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা সেমিনার এবং উপস্থাপিত গবেষণা প্রকল্পগুলোর প্রশংসা করেন।