সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট শহরতলীর পীরেরবাজারে বেপরোয়া ট্রাকচাপায় ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২-৩ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তায় গাড়ী চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে সিলেট শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের কয়েকটি গাড়ীকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী ১ জন মারা যান। তার নাম রফিক মিয়া (৪৫), তিনি পীরেরবাজারে শুটকির ব্যবসা করতেন। এ ছাড়াও আহত হন ২-৩ জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ওসমানী হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।ঘাতক ট্রাক চালক ঘটনার পর পালিয়ে যায়। একই ঘটনায় রাস্তায় পাশের কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে।খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল এই দুর্ঘটনা এবং পরবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।