সিলেটপোস্ট রিপোর্ট :কাস্পিয়ান সাগরে আজারবাইজান নিয়ন্ত্রিত জলসীমায় একটি তেল উত্তোলনক্ষেত্রে অগ্নিকাণ্ডে ৩২ শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজারবাইজানের তেল শ্রমিকদের অধিকার রক্ষা কমিটির প্রধান মিরভারি জাখরামানলি রয়টার্সকে বলেন, “আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, গতরাতে ওই উত্তোলনক্ষেত্র থেকে ৪২ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছে ৩২ জন। আগুন এখন নিয়ন্ত্রণে।”যদিও শ্রমিকদের নিহত হওয়ার বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি এসওসিএআর কর্তৃপক্ষ।শুক্রবার এসওসিএআর’র পক্ষ থেকে বলা হয়, প্রচ- বাতাসে উত্তোলনক্ষেত্রের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছিল বলেও জানান তারা।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্ল্যাটফর্ম থেকে একজন শ্রমিক রয়টার্সের প্রতিনিধিকে ফোন করে জানায় সেখানে ৮৪ জন আটকা পড়ে আছে। তবে ওই শ্রমিক তার নাম প্রকাশ করেননি।ঝড়ের সময় সমুদ্রে তাদের অন্য একটি তেল উত্তোলনক্ষেত্রে দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক নিখোঁজ হয়। তাদের তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।