সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি ইমরান খান ও স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। রবিবার দলীয় নেতাকর্মীরা এ দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, ঋষিকেশ দাশ জুয়েল, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গাজী রাহুল, নুর আলম, বিপ্লব দেব, সাজু আহমেদ, আব্দুর রহমান লিমন, আপন দাস, মামুন চৌধুরী, জায়েদ আহমদ, মুনিম চৌধুরী, মো: পান্না, হীরা, ইমরান আহমদ, জোনাক চৌধুরী, কাওসার, জামিল হোসেন, রুম্মান, ফরহাদ, বাপ্পা পাল, শুভ, অয়ন, শান্ত নোমান, আশীষ রতন, রাজ, দিপু, পিয়াল মজুমদার, আশরাফ, মাজেদ, অলক, আমিন, আনহার, অনিক, বিজয়, বুরহান, জসীম, দেবাশীষ, দেলোয়ার, ফাহিম, হাফিজ, হেলাল, হৃদয়, জুনেদ, মান্না, ইমতিয়াজ, মিঠু, মুরাদ, নাঈম, নেওয়াজ, অমিত, শামসুল প্রমুখ।