সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল হাইয়ের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। রবিবার সিওমেক ছাত্রলীগের উদ্যোগে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে রিকাবীবাজার পয়েন্ট ঘুরে পুণরায় ক্যাম্পাসে গিয়ে সমাবেশে মিলিত হয়।মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কারামুক্ত সাধারণ সম্পাদক মো. সাইফুল হাই, সহ সভাপতি মো. মাজহারুল হক অমিত, যুগ্ম সম্পাদক মানিকুল আলম, অঙ্গিকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম খান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারেক উদ্দিন তাজ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, মহানগর যুবলীগের সদস্য সুমন তালুকদার, সিওমেক ছাত্রলীগ নেতা মো. ইসমাইল ভূইয়া প্রমুখ।