সিলেটপোস্ট রিপোর্ট :ক্যালিফোর্নিয়ায় পাকিস্তানি দম্পতির গুলিতে ১৪ জন নিহতের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোববার ওভাল অফিস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে ওবামা এ মন্তব্য করেন।
ওবামা বলেন, এ হত্যাকা- ছিল নিরপরাধ মানুষকে হত্যার সন্ত্রাসবাদের ডিজাইন করা একটি ধারা।তিনি বলেন, স্বাধীনতা ভয়ের চেয়ে আরও বেশি শক্তিশালী। এ হামলাকে মার্কিন সমাজের জন্য চরমপন্থীদের হাদের বিভেদজনক অভিনয় বলেও উল্লেখ করেন ওবামা।ওবামা বলেন, আইএস গ্রুপ গুন্ডা ও খুনীদের সহযোগি হিসেবে চিহ্নিত। সন্ত্রাসবাদের হুমকি বাস্তব। তবে, এটা আমরা অতিক্রম করবো।
সূত্র : বিবিস