সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট বিভাগ গণদাবী পরিষদ গোয়াইনঘাট উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শফিকুর রহমান সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দাবাজারস্থ ৫৩-সমবায় ভবনের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগ গণদাবী পরিষদ গোয়াইনঘাট উপজেলা কমিটির অনুমোদন প্রদান করেন। এতে সভাপতি পদে মাওলানা নাজিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মালিক লিটন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা সিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ এবং মোঃ বদরুজ্জামান, মোঃ আমির হোসেন, মোঃ মরতুজ আলী, মোঃ হোসাইন মুন্না ও মোঃ ফারুক আহমেদ সম্মানিত সদস্য হিসেবে মনোনিত হয়েছেন।
গণদাবী পরিষদ গোয়াইনঘাট উপজেলা কমিটি অনুমোদন লাভ করায় কমিটির সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে অভিনন্দন জানিয়ে আগামীতে গোয়াইনঘাটবাসীর বঞ্চিত দাবী দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/০৭.১২.২০১৫