পীর চরমোনাই ৪ দিনের সফরে সিলেট আসছেন আগামীকাল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৭, ২০১৫ | ১০:৩৬ অপরাহ্ন
সিলেটপোস্ট রিপোর্ট : বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যেগে ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ৩ তিন দিনব্যাপী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে মঙ্গলবার সিলেট আসছেন মুফতী সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ এশা বক্তব্য রাখবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী।
এছাড়া মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত বাজারে বাদ জোহর এবং ঐদিন বাদ এশা গোলপগঞ্জ বাজারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।৩ দিনব্যাপী এই ইসলামী মহাফিল সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিলকে ঘিরে হযরত শাহজালাল (র.)’র পুণ্যভূমি বিভাগীয় নগরী সিলেটে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। ইসলামী এই মাহফিলকে ঘিরে নগরীতে পোষ্টার, লিফলেট, ব্যানার, ফেষ্টুন, তোরন নিমার্ণ সহ ব্যাপক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।
পঠিত :
17
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন