সিলেটপোস্ট রিপোর্ট :হবিগঞ্জ শহরতলীর পৌদ্দার বাড়ি এলাকার আব্দুল হাই ফিলিং স্টেশন এর কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদ্বীপ রায় ও এ এসআই মোসলিম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, বিবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইকরতলা গ্রামের হামিদ মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন (২৫), একই উপজেলার কামাল মোড়া গ্রামের হানিফ খা’র পুত্র আনিছ (৩০) ও একই গ্রামের মৃত মরস আলীর পুত্র সোহেল মিয়া (২৭)। এ বিষয়ে ডিবি’র এসআই সুদ্বীপ রায় জানান, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল, তারা হবিগঞ্জ শহরের দিকে আসছে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং ৪০বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি আটক করি।