সিলেটপোস্ট রিপোর্ট :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক বেলাল আহমদের ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিলেট নগরী থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার লাকেশ্বর গ্রামের মৃত তহুর মিয়ার পুত্র জুবেল আহমদ (২৪)। তিনি বর্তমানে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া ফাতেমা ভিলা ২১/১ নং বাসার বাসিন্দা। এছাড়া আরেকজন কুমিল্লা জেলার বুড়িচং থানার চরকা এলাকার মিরপুর গ্রামের সবুজ মিয়ার পুত্র মো. সজিব আহমদ (২০)। সে বর্তমানে নগরীর শামীমাবাদ এলাকার ৮৭ নং বাসার বাসিন্দা।মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন গ্রেফতারকৃতদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমালী-১) মো. সাহেদুল করিমের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।এসময় আদালত রিমান্ড শুনানী শেষে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার বিকেল থেকে পুলিশ ছিনতাইকারী জুবেল ও সজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বুধবার দুপুর ২টার দিকে বেলাল আহমদ নগরীর উপশহরস্থ পূবালী ব্যাংক শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। টাকাগুলো নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে ওসমানী শিশু উদ্যানের সামনে ৪টি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কোন টাকা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।