সিলেটপোস্ট রিপোর্ট :নগরীতে মাজার জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র মহড়া দিয়েছেন জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দায়িত্বপ্রাপ্ত নেতারা। মঙ্গলবার শাহজালাল মাজারে জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর পরই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুটি পৃথক সশস্ত্র মিছিল বের করা হয়। পৃথক মিছিল দুটিতে উপস্থিত নেতা-কর্মী হাতে ধারালো অস্ত্র দেখা গেছে।গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাংশ এবং তাদের অনুসারীরা হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ার করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল নগরীর টিলাগড়ে গিয়ে শেষ হয়। ওই মিছিলে নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিল।