সিলেটপোস্ট রিপোর্ট :৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির টহল দল কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী বালুচর এলাকা থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ৫৬৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ নাছির উদ্দিন। উল্লেখিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য- ৮,৫০,৫০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত মাদকদ্রব্য স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। উল্লে¬খ্য যে, সিলেট জেলার সীমান্ত এলাকায় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সদস্যরা ভারতীয় মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান দমনে সার্বক্ষণিক ভাবে তৎপর রয়েছে।