সিলেটপোস্ট রিপোর্ট :ভারতের হরিয়ানায় দুই ট্রেনের মধ্যকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় শতাধিক আহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে লোকমানিয়া তিলক এক্সপ্রেস ও ইএমইউ ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পলওয়েল রেলওয়ে স্টেশনের কাছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই সেখানে উপস্থিত হন রেলওয়ে কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা।
এ ঘটনার পর থেকে পলওয়েল স্টেশন দিয়ে ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়ার