সিলেটপোস্ট রিপোর্ট : লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর বাগবাড়ীস্থ ছোটমণি নিবাসের এতিম ও অসহায় শিশুদের মধ্যে রান্না খাবার বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সমাজসেবা অফিসার মোহাম্মদ আছাদ্দুজামান, জামিলা চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন নাজনিন হোসেন, লায়ন আবেদা হাসান, লায়ন আছিয়া শিকদার, লায়ন খায়রুন্নেছা শেলি, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শামীমা কালাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম অসহায় শিশুদের অবহেলা করা ঠিক নয়। তারাও এদেশের নাগরিক। তাদেরকে অবহেলিত রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। যেসব শিশুরা এতিম হয়ে ছোটমণি নিবাসে আশ্রয় নিয়েছে তারা পিতা-মাতার আদর-ভালোবাসা থেকে বঞ্চিত। তাদের পিতা-মাতার অভাব দূর করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিত্তবানদের এগিয়ে আসলে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। বক্তারা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেবামূলক কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।
উল্লেখ্য, প্রায় শতাধিক এতিম শিশুদের মধ্যে রান্না করা খাদ্য প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/০৯.১২.২০১৫