সিলেটপোস্ট রিপোর্ট :সমাজ এবং মানুষের মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে শিশুদের ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নগরীর পাঠানটুলা এলাকার গুয়াবাড়িবাজারস্থ জামেয়া রাগীবিয়া গুয়াবাড়ি মাদ্রাসায় বুধবার দুপুরে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার শতাধিক শিশুদের ফ্রি খৎনা সেবা প্রদান করা হয়।
রোটারী ক্লাব সিলেট রেজিন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিন এমপিএইচএফ এর সভাপতিত্বে ফ্রি খৎসা ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইশতিয়াক আহমেদ চৌধুরী, রোটারিয়ান মো. এনামুল হক, রোটারিয়ান মো. ওমর ফারুক, রোটারিয়ান সোহেল আল মাহমুদ আরএফএসএন, রোটারিয়ান শ্যামল অধিকারী আরএফএসএম, রোটারিয়ান মো. দিলাল আহমদ।
জামেয়া-রাগীবিয়া গুয়াবাড়ি মাদরাসার মুহতামীম মাওলানা ওয়ালিউল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সামছু, আখালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা বশিরুল আমিন, মাস্টার আব্দুল আওয়াল, নুরুল ইসলাম লিমন প্রমুখ।
ফ্রি খৎনা কার্যক্রমের আওতাভুক্ত সকল শিশুদের লুঙ্গি ও গেঞ্জিসহ বিনামূল্যে ঔষধ প্রদান করেন রোটারী নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিন এমপিএইচএফ বলেন, মানুষের সকল মহতি উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজ এবং মানুষের মানউন্নয়ন। রোটারিয়ানরা সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছেন। সমাজের গরীব অসহায়রা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। রোটারী ক্লাব রিজেন্সীর মাধ্যমে ফ্রি খৎনা কার্যক্রম একটি মহতি উদ্যোগ। এধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।