সিলেটপোস্ট রিপোর্ট :আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রভা রাণী দাস (২২) নামের ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার এই মৃত্যু রহস্য নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর পূর্বে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুড় গ্রামের অনিল চন্দ্র সাসের কন্যা প্রভা রানী দাসকে ভালবেসে বিয়ে করে পাহাড়পুর গ্রামের শ্যামা চরণ দাসের পুত্র প্রবীর চন্দ্র দাস। কিন্তু সামাজিকতার দোহাই দিয়ে প্রবীরের পরিবার প্রথমে এ বিয়ে মেনে নিতে চায়নি। পরে শালিস বিচারের প্রেক্ষিতে দাম্পত্য জীবন শুরু করে প্রভা ও প্রবীর। ইতিমধ্যে প্রায় ৬ মাস পূর্বে প্রভা রানীর গর্ভে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম নেয়। এদিকে, কিছুদিন ঘর সংসার করার পরই প্রভা রানী দাসের উপর যৌতুকের জন্য নীপিড়ন শুরু করেন স্বামী ও তার পরিবার। এ নিয়েও বার কয়েক শালিস বৈঠক হয় বলে জানা যায়। অপর দিকে, গতকাল বুধবার ভোর রাত ৫টার দিকে শ্বশুরালয়ের ঘরের পাশে একটি গাছে প্রভা রানীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে আজমীরিগঞ্জ থানার এসআই মফিজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রভা গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে প্রভা রাণীর পিতা অনিল চন্দ্র দাস পুলিশ ও সাংবাদিকদের জানান, তার মেয়েকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।