সিলেটপোস্ট রিপোর্ট :শহরের আদালত প্রাঙ্গন থেকে নুর আলম (২৭) নামে এক পকেটমারকে গণধোলাই দিয়ে পুলিশে হাতে তুলে দিয়েছে জনতা। গতকাল দুপুরে নুর আলম আদালত পাড়ায় জনৈক ব্যক্তির পকেট মারার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই ওমর ফারুক এর নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। আটককৃত পকেটমার হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের কালাই মিয়ার পুত্র। পুলিশ জানায়, আটক নুর আলম দীর্ঘদিন ধরে আদালত প্রাঙ্গনসহ শহরের বেশ কয়েকটি স্থানে সাধারণ মানুষের পকেটমেরে আসছিল।