সিলেটপোস্ট রিপোর্ট :বিপিএলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শাহীদ আফ্রিদি। টস হেরে ব্যাট করবে কুমিল্লা।আজকের ম্যাচটি কুমিল্লার জন্য যতোটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিলেটের জন্য। কারণ, এই ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার আশা জিইয়ে থাকবে সিলেটের।