সিলেটপোস্ট রিপোর্ট :মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছাদ আলী কারাবন্দী। তাঁর পক্ষে মেয়ে কামরুন নাহার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মা মিনারা বেগমকে নিয়ে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে কামরুন নাহারকে।কামরুন নাহার বলেন, জমিজমা নিয়ে বিরোধে একটি পক্ষের চাঁদাবাজির মামলায় বাবা গত ৫ নভেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এজন্য বাবার হয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন।