সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও ম্যানেজারকে গুলি করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ভোলাগঞ্জ কলাবাড়ী শাহ আরফিন এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আবদুল হালিম (২৬) ও ম্যানেজার লিটন (৩৫)কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (০৯ নভেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আবদুল হালিমের বাবা আবদুল জলিল জানান, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ করার সময় একটি প্রাইভেট কারে ৫/৬ জন দুর্বৃত্ত আকস্মিকভাবে গুলি চালায়। এতে তার ছেলে ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আহত হয়েছেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, ‘টাকা গোনার সময় ঝাপটা দিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়, এক লাখ নয়।এ ঘটনায় সাদ্দাম নামের এক ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে জানালেও গুলির বিষয়টি অস্বীকার করেছেন তিনি।ওসি বলেন, ছিনতাইকারীদের অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে।