সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট এর উদ্যোগে মানববন্ধন ও র্যালী করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর কোর্ট পয়েন্টে র্যালী ও মানববন্ধন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ সিলেট কোর্টের ২নং বার হলের সামন থেকে র্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্টে মানববন্ধন করেন।
মানববন্ধন ও র্যালীতে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট এর সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী, টিআইবি’র ম্যানেজার সুধীর পাল, টিডি’র আল আমীন, যুব একাডেমির মো. নাসির, টিআইবি’র বিভাগীয় কর্মকর্তা ফারজানা বেবি, বিপিআইএসটি’র যৌতিশ কুমার দাস, ব্লাস্টের সরিফা বেগম প্রমুখ।
বিকেলে সিলেট ব্লাস্ট কার্যালয়ে দিবসটির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।