সিলেট পোস্ট রিপোর্ট :সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। সকাল থেকে সিলেটের কোনো সড়কে ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। সিলেটের বাস টার্মিনাল গুলো থেকে পরিবহন ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অতিরিক্ত টোল আদায় ও পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধসহ পাঁচ দফা দাবিতে তারা এই কর্মসূচীর ডাক দিয়েছেন। সোমবার বিভিন্ন দাবিতে দিনভর ধর্মঘট পালন করে ট্রাক শ্রমিক ইউনিয়ন। তাদের দাবির সঙ্গে একাত্মতা করে পরিবহন শ্রমিক ইউনিয়ন।সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক পরিবহন ধর্মঘট চলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট জেলার সকল সড়কে ট্রাক, বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বিকেলে দক্ষিণ সুরমায় সড়ক পরিবহন শ্রমিক ও ট্রাক ইউনিয়ন এর উদ্যোগে সমাবেশ করা হবে।তিনি বলেন, সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। প্রতিটি সড়কে দফায় দফায় টোল দিতে হচ্ছে। এসব বন্ধের দাবিতে সোমবার দিনভর ট্রাক ধর্মঘট করেছেন শ্রমিকরা।