সিলেটপোস্ট২৪রিপোর্ট :সিলেট গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আমি শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় শীতার্তদের পাশে দাড়াতে পেরেছি সে জন্য আমি অর্গানাইজেশনের সকল স্বেচ্চাসেবীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে সমাজের সর্বস্থরের বিত্তবানদের দাড়ানোর আহবান জানাচ্ছি। তিনি রবিবার ‘শীতকে এবার জয় করবই’ এই প্রতিবাদ্ধ নিয়ে শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীত বস্ত্র ও কম্বল বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন শুদ্ধ সোস্যাল অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী মোঃ সজিবুল ইসলাম, হিমেল আহমদ, ইমরান হোসেন, আজিম আরমান আকিব, কাওছার আহমদ, রুবেল আহমদ, মজনু আলম, আখতার হোসেন, শুভ, হাবিব, কথা, তানভীর, নজরুল, সাফকাত, মাছুম, উর্মি, আশিক, আবিদ, উচ্চাস, সাবিহা, কাকুলী, দুলাল, লিমা, মুন্নি, পপি, শিহাব, মুন্না, পলি, রুদ্র, চয়ন, তানজিলা প্রমুখ। শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন প্রায় ১২৫টি পরিবারের মধ্যে ২৫০টি নতুন কম্বল ও ৭ শতাধিক পুরাতন কাপড় বিতরণ করেন।