সিলেটপোষ্ট রিপোর্ট :আলোচিত ‘বুকটা ফাইট্টা যায়’ গানের শিল্পী মমতাজ বেগম এমপি ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। এমপি আবু জাহির গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার দুপুর আড়াইটায় সঙ্গীত পরিবেশন করবেন তারা। হবিগঞ্জে এই প্রথম তার আগমনে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। আয়োজকা স্টেডিয়ামকে সাজিয়েছেন নতুন সাজে। লাইটিং আর সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হলে বিকল্প হিসাবে বসানো হয়েছে শক্তিশালী জেনারেটর। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পি মমতাজ বেগম এমপি। উপস্থিত থাকবেন চিত্র নায়িকা মৌসুমী। গান গাইবেন ক্লোজ আপ -১ তারকা রিংকু পাওয়ার বয়েজ তারকা সজল ও টিনা মোস্তারি। তবে খেলা গড়াবে ১২ জানুয়ারী । সেই দিন প্রথম খেলায় অংশ গ্রহণ করবে সুনামগঞ্জ বনাম নরসিংদী। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হল, ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও স্বাগতিক হবিগঞ্জ জেলা। টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় একজন মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।