সিলেটপোস্ট রিপোর্ট :ছাতকে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়েছে ফারজানা বেগম নামে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীর বিয়ে। রবিবার দুপুরে পুলিশ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।
জানা যায়, সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চিগাঁও গ্রামের মৃত আবুল হোসেন খানের পুত্র রুহুল আমিন খানের সাথে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের কাজল মিয়ার কন্যা ফারজানা বেগমের বিয়ের দিন তারিখ ধার্য করা হয় ৫ জুন। বাল্য বিয়ের খবরটি স্থানীয় লোকজন জানতে পেরে উপজেলা প্রশাসন ও ছাতক উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেন।
খবর পেয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান ঘটনা তদন্তপূর্বক সত্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
গত শনিবার ছাতক থানা পুলিশ বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কনে পক্ষকে বিয়ে আয়োজন না করার জন্য বলা হয়।
এ ব্যাপারে ছাতক থানার এসআই আব্দুল মান্নান জানান, কনে ফারজানা বেগম অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের লোকজনকে এ বিয়ে বন্ধের জন্য বলা হয়।