সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের বালাগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রত্যেকেরই সদিচ্ছার কারণে বালাগঞ্জ উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে পেরেছি। আগামীতে শিক্ষাসহ আমাদের প্রতিটি ক্ষেত্রে এ ধরণের সফলতা অর্জন করতে হবে।
ইউএনও এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইসলাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোঃ হাই জকি, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, প্লান বাংলাদেশ আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, কাজী সিরাজুল হক, শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফুল ইসলাম, গীতা পাঠ করেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের বিশ্বজিত চৌধুরী সাগর।
শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পি ফকির শাহাবুদ্দিন সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বালাগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করে সবাইকে শপথ বাক্য পাঠ করান।