সিলেটপোস্ট রিপোর্ট :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় এক কলেজ শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। এসময় তিনটি মোটরসাইকেল ও একটি টেলিভিশন ভাংচুর করা হয়।
রবিবার দুপুরে উপজেলার বালিজুরি বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত কলেজ শিক্ষক সাফায়াত হোসেন (৩৫) বালিজুরি ইউনিয়নের পরাজিত বিএনপির বিদ্রোহী প্রার্থী শাখাওয়াত হোসেনের ছোটভাই। তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বালিজুরি বাজারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আতাউর রহমানের সমর্থক মাহমদুর ও মতিউরের নেতৃত্বে একদল যুবক বিএনপির পরাজিত প্রার্থী শাখাওয়াত হোসেনের নির্বাচনী অফিসে হামলা চালান। এসময় তাঁর ছোটভাই কলেজ শিক্ষক সাফায়ত হোসেনকে কুপিয়ে আহত করা হয়।
তাঁকে রক্ষা করতে গিয়ে আরও দুইজন আহত হন। এ সময় অফিসের একটি টেলিভিশন এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।