সিলেটপোস্ট রিপোর্ট :দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগানের মন্দিরে রাধামাধব জিউর প্রতিমা নিয়ে আসা্র জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক এ নিয়োগ দেন। তারাপুর মন্দিরের রাধামাধব প্রতিমা বর্তমান যুগলটিলা আখড়ার রয়েছে।
চা বাগানের সেবায়িত পঙ্কজ গুপ্ত রাধামাধব বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠার জন্য পূজার্চনার আয়োজন করেছেন।
পঙ্কজ গুপ্ত যুগলটিলা আখড়ার বর্তমান তত্ত্বাবধায়ক ইস্কন কর্তৃপক্ষের নিকট থেকে রাধামাধব বিগ্রহ নিতে না-পারায় জেলা প্রশাসনের শরণাপন্ন হন। জেলা প্রশাসন সোমবার (৬ জুন) বিকেল ৫টায় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিগ্রহ নেয়ার জন্য সিলেট ইসকনের প্রধানকে একটি পত্র দিয়েছেন।
ইসকন কর্তৃপক্ষ পত্র-পাপ্তির কথা স্বীকার করেছেন।
গত ১৫ মে ২৫ বছর পর শিল্পপতি রাগীব আলীর দখল থেকে তারাপুর চা বাগানটি উদ্ধার করা হয়।