সিলেটপোস্ট রিপোর্ট :জকিগঞ্জ সড়কে অবৈধ লেগুনার বেপরোয়া গতির করণে প্রাণ হারিয়েছেন জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের ময়ুর আলী (৫০) নামের এক বৃদ্ধ।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জকিগঞ্জ-কালিগঞ্জ সড়কের সেনাপতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাপতি এলাকায় দ্রুত গতির দুটি লেগুনা একটি অন্যটিকে অভারটেক করতে গিয়ে সিলেট – ৯৮৮ নম্বরের গাড়ীটি একটি রিক্সায় ধাক্কা দিয়ে পথচারী বৃদ্ধ ময়ুর আলীকে চাকায় পিষ্ট করে।
ঘটনাস্থলেই পথচারী বৃদ্ধের মৃত্যু ঘটে। রিক্সা চালকের অবস্থাও গুরুতর। লেগুনায় থাকা পুরুষ, মহিলা ও বাচ্চাসহ প্রায় ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, গাড়ীর চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন জানান, লেগুনাটি পুলিশ আটক করে স্থানীয় মেম্বারের জিম্মায় রেখেছে। নিহতের পরিবার এখনো কোন অভিযোগ করেনি। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করতে তারা সুপারিশ করছে। অনুমতি পাওয়া গেলে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের সুযোগ দেয়া হবে।