সিলেটপোস্ট রিপোর্ট :অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআই কর্তৃক অনুমোদন বিহীন খাবার সরবরাহ করার অপরাধে ভোক্তা অধিকার আইন- ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় নগরীর ৩ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট।
অভিযান চলাকালে দক্ষিণ সুরমা এলাকার ফরহাদ ট্রেডার্স এর ম্যানেজার বিশ্বজিৎ পালকে ১০ হাজার, সাদনান বেকারী এর মালিক জহিরুল হক সেন্টুকে ২০ হাজার এবং ওজনে কম দেওয়ায় হোসেন এন্টারপ্রাইজ এর মালিক মো. হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত র্যাবের বিশেষ দলের এই অভিযানে এএসপি মো. খায়রুল আলম এর নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী এর উপস্থিতিতে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. রেজাউল করিম, বিএসটিআই এর ফিল্ড অফিসার মোহাম্মদ পারভেজ মিয়া প্রমুখ।
জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।