সিলেটপোস্ট রিপোর্ট :সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলায় শেখ জামালের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। এই ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম। মাঠে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মুক্তার আলীর বল ডিপ কভারে পাঠিয়ে এক রান নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম।
নিজের নামের পাশে ৫ হাজার ৯৮২ রান নিয়ে শেখ জামালের বিপক্ষে ব্যাটিং শুরু করেন মোহামেডান অধিনায়ক মুশফিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা মুশফিকের ২২০তম ম্যাচ। ছয় হাজার রানের মাইলফলক ছুঁতে ১৮ রান প্রয়োজন ছিল মুশফিকের।
মিরপুরে মাঠে নেমেই আগ্রাসন দেখান মুশফিক। বাঁহাতি স্পিনার আব্দুর রহমানের করা নবম ওভারে মিড অন, মিড অফ ও কভার দিয়ে তিনটি বাউন্ডারি হাঁকান টেস্ট অধিনায়ক। অবশ্য পরবর্তীতে ধীরগতিতে এগোতে থাকে তার ইনিংস। ১৮ রান পেতে ২০ বল খেলেন মোহামেডান অধিনায়ক।
শেষ পর্যন্ত ৮২ বলে অপরাজিত ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলেন মুশফিক। তার দল মোহামেডানও শেখ জামালকে ৬ উইকেটে হারিয়ে লিগের সুপার সিক্স নিশ্চিত করেছে।
মুশফিকের আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। নিজের ১৮৯তম ম্যাচে ছয় হাজার রানের দেখা পান দেশসেরা এ ওপেনার। বর্তমানে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার রান ৬ হাজার ১৭২।