সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের গোলাপগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের বাড়ির আঙ্গিনা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে। মৃত মায়ারুন বেগম (২৫) ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী ও ৬মাসের অন্তঃসত্ত্বা । সে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের চামাউড়াকান্দি গ্রামের আক্কাছ আলীর মেয়ে। মৃতের পিতৃপরিবার দাবি,যৌতকের জন্য তাকে হত্যা করা হয়েছে। মায়ারুনের ভাই সাইদুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ৭জন অভিযুক্ত করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে হত্যা মামলা করতে গেলে রহস্যজনক কারণে মামলা নেয়নি গোলাপগঞ্জ থানার ওসি। এ ব্যাপারে বাধ্য হয়ে মায়ারুনের ভাই ছাইদুর রহমান সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমানের কাছে বুধবার বিচার চেয়ে মামলা আদেশ দানের জন্য স্মারকলিপি প্রদান করেন।