সিলেটপোস্ট রিপোর্ট :নগরীর আখালিয়া এলাকায় গাফলা খেলার ভাগ ভাটোহারা নিয়ে সংঘর্ষে এক জন আহত হয়েছেন। গত রাত ২ টায় আখালিয়া ধানুকাটা পাড়া ময়নুলের দোকানের সামনে গাফলা খেলার মাধ্যমে জোয়া খেলার আসর বসে এই সংঘর্ষ ঘটে। এই গাফলা খেলার টাকার ভাটোহারা নিয়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে সুজন(২১) নামের ছেলেটিকে মারধর করে আহত করে। জানা যায় সুজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত: করিম মাষ্টারের ছেলে। তিনি বর্তমানে আখালিয়া নিহারী পাড়া এলাকার আব্দুল হামিদের ভাড়াটিয়া। এব্যপারে সুজনের পরিবার জানিয়েছেন সুজনকে ড়গগুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে এবং মামলা প্রস্তুতি চলছে।