সিলেটপোস্ট রিপোর্ট :চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে চাচাকে পিকল (দেশীয় অস্ত্র) দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা। ঘটনার পর থেকেই ঘাতকরা পলাতক রয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের মৃত রজব আলীর ছেলে।
পুলিশ জানায়, সৈয়দ মিয়ার সঙ্গে তার বড় ভাই তৈয়ব আলীর ছেলে রুমন মিয়ার ধানের হালি (চারা) নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমন মিয়াসহ তার ভাইয়েরা সৈয়দ মিয়াকে পিকল দিয়ে পেটালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর ঘাতকরা পালিয়ে গেছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।