সিলেটপোস্ট রিপোর্ট :ছাতকে সুমন মিয়া নামে ২৫ বছর বয়সী এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঁশখলা আবাসিক এলাকার ছুরত আলীর ছেলে। বুধবার রাত ৯টায় ছাতক উপজেলা সদর হাসপাতাল থেকে থানা পুলিশ লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
সুমনের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন কেউ বলছেন নিহত সুমনকে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছেন সে আত্মহত্যা করেছে।
বুধবার ইফতারের পর সুমনকে ছাতক উপজেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সুমনের পিতা ছুরত আলীর অভিযোগ- পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তবে সুমনের স্ত্রী রতœা বেগম থানা পুলিশকে জানিয়েছেন- পারিবারিক কলহের কারণেই তার স্বামী আত্মহত্যা করতে পারে।
পুলিশের সুরতহাল রিপোর্টে নিহত সুমনের শরীরে তেমন কোন বড় আঘাতের দাগ পাওয়া যায়নি।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে নিহত সুমনের স্ত্রী রতœা বেগম তার স্বামীর মৃত্যুর জন্য শশুড়বাড়ীর লোকজনকে দায়ি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
থানার এসআই চম্পক দাম জানান, সুমনের মৃত্যুটি আসলেই রহস্যজনক। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।