সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের গোয়াইনঘাটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঘোরাগ্রামের মৃত ওয়াদ আলীর পুত্র শফিক (৬০) ও রফিক (৪৮)।
গোয়াইনঘাট থানা পুলিশ বুধবার রাত আড়াইটার দিকে ঘোরাগ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন দুই সহোদরকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের বিরুদ্ধে আরও দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।