সিলেটপোস্ট রিপোর্ট :সুনামগঞ্জের ছাতকে চেলা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোস্তাকুর রহমান (৪) উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেঁদে পল্লীর মকবুল হোসেরে ছেলে।
শনিবার দুপুরে বেঁদে পল্লী সংলগ্ন চেলা নদীর তীরে এলাকার অন্যান্য শিশুদের সাথে খেলতে যায় মোস্তাকুর। এক পর্যায়ে সে চেলা নদীতে পড়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।