সিলেটপোস্ট রিপোর্ট :দক্ষিণ সুরমার মোগলাবাজারে পুকুরের পানিতে ডুবে এক শিশুর কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১১ জুন শনিবার বিকেলে। মৃত খাদিজা (২) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বাউরবাগ গ্রামের সিরাজ মিয়ার কন্যা।
জানা যায়, শিশু খাদিজা বাড়ী লোকজনের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখতে পেয়ের পরিবারের সদস্য বিভিন্ন জায়গায় খোঁজ নেয়ার পর পুকুরে তল্লাসি চালিয়ে পানি নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মোগলাবাজারে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল বাড়ীতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মোগলাবাজার থানাকে অবহিত করে শিশু খাদিজার লাশ দাফন সম্পন্ন করা হয়।