সিলেটপোস্ট রিপোর্ট :অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করলেন নাট্য নির্মাতা তপু খান।
শখের এই দায়িত্বহীন আচরণের প্রতিবাদে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করবেন এই নির্মাতা।
তপু খান বলেন, ‘আমি প্রায় ১ মাস আগে অভিনেত্রী শখের তারিখ নিয়েছি এবং শুটিংয়ের ১০ দিন আগেই তাকে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছি। কিন্তু সে শুটিংয়ের আগেরদিন রাত ১১টায় নানা অজুহাতে আমাকে শুটিং প্যাক-আপ করতে বাধ্য করেন। তাই নির্মাতা হিসেবে আমি অসহায়বোধ করছি।’
এই প্রসঙ্গে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘আগেরদিন রাত ১১টায় শুটিং বাতিল করা অমানবিক। আমি জানি শিল্পীদেরও অনেক কিছু বলার আছে। সব বলবেন, কিন্তু এইভাবে কাউকে বিপদে ফেলার অধিকার আপনার নেই। এখন মনে হয় চুক্তিবদ্ধ হবার সময় হয়েছে। লিখিত কিছু থাকলে বাগে পাওয়া যাবে। শিল্পিরা আমাদের কাজের অলংকার কিন্তু ইদানিং গলার ফাঁস হয়ে যাচ্ছেন। শখকে নেয়ার শখ উঠে গেছে।’
এর আগেও এই অভিনেত্রীর বিরুদ্ধে শুটিংয়ের শিডিউল ফাঁসানোর অভিযোগ এসেছে। এই বিষয়ে কথা বলার জন্য শখের মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।