সিলেটপোস্ট ডিজিটাল ডেস্ক:প্রচলিত একটা ধারণা রয়েছে, বিয়ের কয়েক বছরের মধ্যেই ভারতীয় দম্পতিদের মধ্যে যৌনতা সংক্রান্ত চাহিদা না কি বেশ কমে আসে। কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের সেক্স রিসার্চার ক্রিস্টিন মার্ক কিন্তু দম্পতিদের মধ্যে ফুলশয্যার রাতের আবেশ ফিরিয়ে আনার একটি সহজ উপায় বাতলেছেন।
তিনি বলছেন, “একজন সঙ্গীর সঙ্গে বেশ কয়েক বছর কাটানোর পর সেক্স সংক্রান্ত আলোচনা এক এক সময় একঘেয়ে হয়ে ওঠে। আবার বিয়ের বেশ কয়েক বছর পরেও নতুন কোনও পজিশন ট্রাই করার কথা বলতে অনেক পুরুষ ও মহিলাই ভয় পান।” মার্ক এক সহজ পদ্ধতিতে আপনার সঙ্গীর মনে সুকৌশলে যৌন চাহিদা জাগিয়ে তোলার উপায় বের করেছেন। তিনি বলছেন, একটি সাদামাটা মিথ্যা কথাই এর জন্য যথেষ্ট।
মার্ক বলছেন, “স্ত্রীকে বলুন আপনি গতকাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন। দেখেছেন, আপনি ও আপনার স্ত্রী দুজনে মিলে ডার্টি পজিশন ট্রাই করছেন। বানিয়ে বলতে থাকুন, আপনি স্বপ্নে দেখেছেন আপনারা থ্রিসামে লিপ্ত।” ফলাফল কী হতে পারে? মার্কের দাবি, স্ত্রীর মনে কোনও সেক্স সিক্রেট থাকলে তিনি সঙ্গে সঙ্গে বলবেন, “আমরা নতুন কিছু কেন ট্রাই করছি না?” এই কথাটুকু শুনলেই বুঝবেন, সেই রাতে আপনার যৌন চাহিদা পূরণে আপনার স্ত্রী কোনও খামতি রাখবেন না! আপনার স্ত্রীই বলতে শুরু করবেন, তাঁর মনের গোপন অভিসন্ধির কথা। তাহলে আর দেরি না করে আজ রাতেই নয়া এই পন্থা অবলম্বন করে দেখুন না!