সিলেটপোস্ট রিপোর্ট :ফ্রান্সে ইউরোর কোনো ম্যাচে রুশ সমর্থকরা স্টেডিয়ামের ভেতর আর কোনো সহিংস ঘটনা ঘটালে রাশিয়াকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
মার্সেইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রুশ সমর্থকদের সহিংস আচরণের জন্য মঙ্গলবার রাশিয়াকে স্থগিত বহিষ্কারাদেশের শাস্তি দিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি রাশিয়াকে দেড় লাখ ইউরো জরিমানাও করেছে।
গত শনিবার ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ১-১ গোলে ড্র ম্যাচের শেষ দিকে গ্যালারিতে রুশ সমর্থকেরা ইংলিশ সমর্থকদের উপর চড়াও হয়।
রাশিয়ার বিরুদ্ধে স্টেডিয়ামে সমর্থকদের ঝামেলা সৃষ্টি, বর্ণবাদী আচরণ ও ফ্লেয়ার জ্বালানোয় অভিযোগ এনেছিল উয়েফা। রাশিয়া চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানিয়েছে উয়েফা।
ইউরোর এবারের আসরে বারবার সহিংস ঘটনা ঘটানোয় রাশিয়ার এক দল সমর্থককে এরই মধ্যে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।