সিলেটপোস্ট রিপোর্ট :রমজানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সেমিস্টার ফাইনাল পরিক্ষা ও ক্লাস চালু থাকায় ক্যাম্পাসে এখনো অবস্থান করছেন শিক্ষার্থীরা। এ জন্য রমজান মাসে বিশ্ববিদ্যালয় বাসের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
বিকাল ৩টায় সিকৃবি বাসস্ট্যান্ড থেকে বাসছেড়ে সিলেট শহরের টিলাগড় পয়েন্ট- নাইওরপুল- চৌহাট্টা- রিকাবী বাজার পয়েন্ট হয়ে আলীয়া মাদ্রাসা মাঠের পাশে ১ ঘণ্টা ৩০ মিনিট অবস্থান করে বিকাল ৪টা ৩০ মিনিটে সিকৃবি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে পুনরায় রওনা হবে।
বিকাল ৩টা ৩০ মিনিটে (দ্বিতীয় ট্রিপ) সিকৃবি বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়বে। টিলাগড় পয়েন্ট- নাইওরপুল- চৌহাট্টা- রিকাবী বাজার পয়েন্ট হয়ে আলীয়া মাদ্রাসা মাঠের পাশে ১ ঘণ্টা ৩০ মিনিট অবস্থান করে বিকাল ৫টায় সিকৃবি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।
শুধুমাত্র শনিবার ৩টায় সিকৃবি বাসস্ট্যান্ড থেকে বাসছেড়ে সিলেট শহরের টিলাগড় পয়েন্ট- নাইওরপুল- চৌহাট্টা- রিকাবী বাজার পয়েন্ট হয়ে আলীয়া মাদ্রাসা মাঠের পাশে ২ ঘন্টা অবস্থান করে বিকাল ৫টায় সিকৃবি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।
এছাড়া সকালে ছেড়ে যাওয়া বাসও অন্যান্য সময়ের বাসের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত রয়েছে।