সিলেটপোস্ট রিপোর্ট:চুনারুঘাটের পল্লীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ৭ মাসের সন্তানকে হত্যার অভিযোগে পিতা-মাতা ও দাদীসহ ৫ পরিকল্পনাকারীকে আসামী করে চুনারুঘাট থানা পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার পুলিশের কাছে জবানবন্দি শেষে আটক মা, দাদী ও প্রতিবেশি মরতুজ আলীকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতের বিচারক শামসাদ বেগমের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে নিহত শিশুর মা মিলন বেগম। এদিকে নিহত শিশুর ময়না তদন্ত শেষে আত্মীয় স্বজনের কাছে পুলিশ লাশ হস্তান্তর করলে গতকাল স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবির খানসহ উসমানপুর গ্রামবাসী লাশ দাফন করে। আহত অপর শিশু রিপা আক্তার (৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুর পিতা লিটন মিয়া এখনও পলাতক রয়েছে। পুলিশ অপর দুই আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন জানান, নিহত শিশুর পিতা লিটনসহ ৫জন এ হত্যাকান্ডের পরিকল্পনাকারী। লিটনকে গ্রেফতারের চেষ্টা চলছে।হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, নিহতের মা মিলন বেগম ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে। জবানবন্ধিতে ঘটনার বর্ণনা করেছেন। তবে তদন্তের স্বাথে বিস্তরিত বলা যাচ্ছে না।উল্লেখ্য, গত রোববার গভীর রাতে উপজেলার জারুলিয়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ সন্তানকে কুপিয়ে হত্যা করে লিটন মিয়া ও তার স্ত্রী মিলন বেগম।