সিলেটপোস্ট রিপোর্ট:হবিগঞ্জ সদর উপজেলা শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা গ্রামে গলায় ফাঁস দিয়ে আব্দুর রহমান (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার প্রায় দুপুর ১২টার দিকে ব্রাহ্মণডুরা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান হিরা মিয়ার পুুত্র। এ ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, আব্দুর রহমান তার স্ত্রীর সাথে অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।