
চলতি বছর মে মাসে ডেভ হোয়াটমোরকে বরখাস্ত করে দেশটির ক্রিকেট বোর্ড। পরে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মাখায় এনটিনিকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।
এখন দীর্ঘমেয়াদী কোচ খুঁজছে তারা। দেশটির অনুর্ধ্ব-১৯ দলের কোচ মঙ্গগো ও এ দলের কোচ ডগলাস হোন্ডো এই পদের শক্ত দাবিদার। তবে এনটিনি আবেদন করবেন কিনা এখনো জানা যায়নি।
চলতি বছর অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এর আগেই কোচ ঠিক করতে চায় বোর্ড। ক্রিকইনফো