
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মোরেলের হয়ে মামলা পরিচালনার জন্য মাইকেল শিউডকে ডিফেন্স অ্যাটর্নি হিসেবে বেছে নেয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন মোরেল। এদিকে নিহত বাংলাদেশি ইমাম ও সহকারীর পরিবারের পক্ষ থেকে আবারো ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কের সিটি হলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মিলিত হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান।
প্রসঙ্গত, নিউইয়র্কের ওজন পার্ক এলাকায় ১৩ আগস্ট মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আখঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন মিঞাকে (৬৪) প্রকাশ্য মাথায় গুলি করে হত্যা করা হয়।