সিলেটপোস্ট রিপোর্ট:যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জন্মাষ্টমীকে ঘিরে দিনব্যাপী উপবাস, অর্চনা ও কৃষ্ণ নাম কীর্তন, গীতাপাঠসহ বিভিন্ন আচার-উপচারের মাধ্যমে ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়।বৃস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদ ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা প্রধান ফটক হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, কৃষিতত্ত¡ ও হাওর কৃষি বিভাগের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত¡ বিভাগের শিক্ষক ড. নির্মল কান্তি রায়সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।পরবর্তীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. জীতেন্দ্র নাথ অধীকারীর সভাপতিত্বে একটি ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পার্থ প্রতীম বর্মনের সঞ্চলনায় সেখানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনচরিত ও মানবসমাজের উপর তাঁর উপদেশ নিয়ে আলোচনা করেন। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উৎসবে শতশত ভক্তের সমাগম ঘটে।