সিলেটপোস্ট রিপোর্ট:সিলেটের গোলাপগঞ্জ উপজেলা খাদ্য গুদামের প্রহরী মাদকসেবীদের হামলায় আহত হয়েছেন। আহত মো. আব্দুল আলী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তিনি হেতিমগঞ্জের ফুলবাড়ী গ্রামের মৃত মৌলা বক্সের ছেলে। তিনি জানান, বুধবার রাতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করতে খাদ্য গুদামের ভিতরে প্রবেশ করতে চাইলে তিনি বাধা দেন। এর জের ধরে মাদকসেবী জয়নালের নেতৃত্বে আজ্ঞাত আরো ৬/৭ জন তার উপর হামলা চালান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট জেলা চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের সভাপতি বদরুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে গোলাপগঞ্জের ওই খাদ্য গুদামে মাদকসেবীরা উৎপাত করছিল। এতে বাধা দেওয়ায় আব্দুল আলীর উপর হামলা চালিয়েছে মাদকসেবীরা।
এব্যাপারে গোলাপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।